ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত টাঙ্গাইল-৮ আসনের এমপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৭ জুলাই ২০২০

অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম

অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম

করোনায় আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তার নমুনার ফলাফল পজেটিভ আসে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ সেলের ফোকাল পারসন ডা. আজিজুর রহমান। 

তিনি জানান, এরপর রাতেই তাকে অ্যাম্বুলেন্সে করে টাঙ্গাইল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ডা. আজিজুর রহমান জানান, সাংসদ জোয়াহেরুলের শরীরে করোনার বিভিন্ন উপসর্গ থাকায় গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সাংসদের পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ঠান্ডা কাশি ও জ্বরে ভুগছিলেন সাংসদ জোয়াহেরুল। শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার তিনি নমুনা দেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি