ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫১, ১৭ জুলাই ২০২০ | আপডেট: ১২:৩০, ১৭ জুলাই ২০২০

টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকালে মধুপুরের মাস্টার পাড়া এলাকা থেকে মা-বাবা, ছেলে ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস‌্যরা বাড়িটি ঘিরে রেখেছেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। দুর্গন্ধ বের হচ্ছে।’

নিহতরা হলেন, গণি মিয়া (৪৫), কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীরা জানান, গত দুদিন ধরে ওই বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। এ সময় সাড়া শব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের লাশ পড়ে থাকতে দেখেন।

মধুপুর সার্কেলের সিনিয়র এএসপি কামরান হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ ও বিস্তারিত জানা যাবে।’

এমবি//এআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি