ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৪, ১৭ জুলাই ২০২০

রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি বাঁশ ঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোক্তার চাঁদপুর গ্রামের জয়নালের ছেলে। সে উপজেলার বসন্তকেদার হাই স্কুলের দশম শ্রণির ছাত্র ছিল। 

মোহনপুর থানা ওসি মোস্তাক আহম্মেদ জানান, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোক্তার বাড়ির বাইরে যায়। কিছুক্ষণ পর তার বাবা জয়নাল ছেলেকে না দেখে তার ব্যবহৃত মোবাইলে ফোন দেন। মোবাইল বন্ধ দেখে রাতেই খোঁজাখুজি শুরু করেন। রাত ১১টার দিকে বাড়ি থেকে পশ্চিম পাশে ৩০০ গজ দূরে বাঁশ ঝাড়ে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা।’ 

ওসি বলেন, ‘খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। ময়নাতদন্তের জন্য রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি