ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহী হাসপাতালে করোনায় একজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৯, ১৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।

মৃত আবদুল কুদ্দুস শাহ চৌধুরীর (৬০) বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। মৃতের নাতি আবু সাঈদ চৌধুরী অনিক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘গত বুধবার তার নানার নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়।’ 

অনিক বলেন, ‘কয়েকদিন আগে তার নানা বাথরুমে পড়ে যান। এরপর তাকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট থাকায় সেখান থেকে নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ আসে। এরপর বৃহস্পতিবার বিকেলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।’ 

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ‘করোনা পজিটিভ থাকায় আবদুল কুদ্দুস শাহ চৌধুরীর মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়। তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য নিয়ে গেছেন। সাপাহারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি