ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নকশা অনুযায়ী সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২০, ১৭ জুলাই ২০২০

নড়াইল-ফুলতলা সড়ক নকশা অনুযায়ী নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে ওই সড়কের চাকই মোল্যারহাট বাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা। 

এতে বক্তব্য রাখেন, বিছালী ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্বাস বিশ্বাস, সাধারণ সম্পাদক লিয়াকত শেখ, চাকই গ্রামের ইজার উদ্দিন, আসাদ শেখ ও আরিফুল ইসলাম।      

বক্তারা বলেন, ‘নির্মাণাধীণ নড়াইল-ফুলতলা সড়কের বিছালী ইউনিয়নের চাকই মোল্যারহাট মোড় থেকে দক্ষিণ দিকে প্রায় ৩০০ ফুট রাস্তা নকশা ছাড়া মালিকানাধীন জমির ওপর দিয়ে বাস্তবায়ন করার পায়তারা করছেন স্থানীয় কয়েক ব্যক্তি। এতে এলাকার অন্তত ২০ জন কৃষক, শ্রমিক ও বাড়ির মালিক ক্ষতিগ্রস্ত হবেন। কয়েকটি বাড়িঘর ভেঙ্গে ফেলারও আশঙ্কা রয়েছে।’

এ পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি, নড়াইল-ফুলতলা সড়কের চাকই মোল্যারহাট অংশটি যেন রোডম্যাপ বা নকশা অনুযায়ী বাস্তবায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২৮ কিলোমিটার নড়াইল-ফুলতলা সড়কের কাজ চলমান রয়েছে। এক বছরের বেশি সময় আগে এ কাজ শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের আওতায় ২০১৯ সালের ৭ মে কার্যাদেশ পায় মইনুদ্দীন বাঁশি জেভি ফার্ম। 

এ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১৭ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা। এ কাজের আওতায় ২৭ কিলোমিটার দুইলেন বিশিষ্ট সড়ক, এক কিলোমিটার সংযোগ সড়কসহ একটি ব্রিজ ও ১৯টি কালভার্ট নির্মাণ চলছে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি