ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যমুনা গ্রুপের চেয়ারম্যান এর আত্মার শান্তি কামনায় নওগাঁয় দোয়া

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ১৭ জুলাই ২০২০

বিশিষ্ট শিল্পপতি,যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুম্মা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে দক্ষিণ পার-নওগাঁ মুহিউচ্ছুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সাংবাদিক এম আর ইসলাম রতন,খন্দকার আব্দুর রফউ পাভেল,জাহিদুল হক মিন্টু, প্রধান শিক্ষক হাফিজ আতিকুর রহমান, যুগান্তর নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে কুরআনখানী করে মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালানা করেন হযরত খাদিজা (রাঃ) মহিলা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো: সিদ্দিকুর রহমান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি