ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফেনীতে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১০, ১৭ জুলাই ২০২০

ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোন ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক যাত্রী।

শুক্রবার বিকেলে উপজেলার নতুন মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের টিটু মিঞার ছেলে বাচ্চু মিঞা ও মেয়ে খোকনি বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের নতুন মুন্সিরহাট এলাকায় যাত্রী বোঝাই দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় অটোরিকশা যাত্রীই গুরুতর আহত হয়। একপর্যায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক ভাই-বোন দু'জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর আরেকজনকে হাসপাতালে ভর্তি দেন। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি