ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমেক হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৯, ১৮ জুলাই ২০২০ | আপডেট: ১২:৩৯, ১৮ জুলাই ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ২ জনের করোনায় আক্রান্ত ও ২ জনের জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার দেবিদ্বারের সিদ্দিকুর রহমান (৭৫), সিটি করপোরেশনের আবুল কাশেম (৭৮), মুরাদনগরের আব্দুল বাতেন (৭৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবিনগরের আব্দুল গফুর (৬০)।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছে ১৩১ জন এবং সুস্থ হয়েছেন ৮ জন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি