ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে তিন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে জেল জরিমানা

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০০, ১৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়ীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে বেসরকারী স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার অভিযোগে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা ও এক স্কুল পরিচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে অক্সফোর্ড স্কুল, অরবিটাল এডু কেয়ার স্কুল ও জরুন ন্যাশনাল স্কুলে পরীক্ষা নেয়া হচ্ছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় কোনাবাড়ি জরুন ন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ওই স্কুলের শিক্ষিকাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে কোনাবাড়ি এলাকার অরবিটাল এডু কেয়ার স্কুলের প্রধান শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও অক্সফোর্ড  স্কুলের শিক্ষককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি