ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন স্থানে তলিয়ে গেছে বোরো ধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

উজানের  ঢল আর টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে তলিয়ে গেছে বোরো ধান। সুনামগঞ্জে ৯০ হাজার হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে গেছে। পানির তোড়ে বাঁধ ভেঙে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের অন্তত ১৫ হাজার হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। এদিকে ভৈরবে মেঘনা ও কালীনদীর তীরের কৃষকেরা আতংকিত হয়ে আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন।

বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্রতিদিনই ভাঙছে সুনামগঞ্জের কোন না কোন  হাওরের বাঁধ। সুরমা, কুশিয়ারা, কালনী, বৌলাই ও যাদুকাটা নদীসহ সব হাওরে বেড়ে চলেছে পানি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, বাধ ভেঙ্গে এ পর্যন্ত ৯০ হাজার হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরী করে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগ।

টানা বর্ষণে কিশোরগঞ্জের পাঙাইয়া বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েকশ একর জমির ফসল। এক ফসলি জমিতে ফসল তোলার সময় এমন ক্ষতিতে দিশেহারা কৃষক।

একই অবস্থা ভৈরবের মেঘনা ও কালীনদীর তীরের মানুষের। দিশেহারা কৃষক ঘরে তুলছেন আধা পাকা ধান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি