ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু ঘটেছে এবং ওপর একজন আহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন। 

নিহতরা হলো- স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে শাকিব (১২) এবং মোঃ গোফরানের ছেলে ইমরান (১৩)। আহত নাহিদ (১২) একই এলাকার জয়নাল মিস্ত্রীর ছেলে। তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন জানান, সকালে মোবারক আলী মাঝিবাড়ির বাগানে কয়েকজন কিশোর খেলা করছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং আহত কিশোরকে হাসপাতালে পাঠায়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি