ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফেনীতে বজ্রপাতে ২ কিশোরের মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৮ জুলাই ২০২০

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু ঘটেছে এবং ওপর একজন আহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের তাকিয়া বাজার সংলগ্ন পাইকপাড়ায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন। 

নিহতরা হলো- স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে শাকিব (১২) এবং মোঃ গোফরানের ছেলে ইমরান (১৩)। আহত নাহিদ (১২) একই এলাকার জয়নাল মিস্ত্রীর ছেলে। তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ক খ ম ইসহাক খোকন জানান, সকালে মোবারক আলী মাঝিবাড়ির বাগানে কয়েকজন কিশোর খেলা করছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং আহত কিশোরকে হাসপাতালে পাঠায়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি