ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নলছিটিতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫২, ১৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটিতে ডাকাতি, চাঁদাবাজী ও চেক জালিয়াতিসহ একাধিক মামলার আসামি নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার নাচনমহল গ্রামের বাড়ির কাছে একটি সালিশ বৈঠকের মধ্য থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ হাওলাদারের বিরুদ্ধে নলছিটি থানায় দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। 

বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) জহিরুল ইসলাম জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি হানিফ হাওলাদারের নামে নানা অভিযোগ রয়েছে র‌্যাবের কাছে। গ্রেফতারি পরোয়ানা নিয়েও তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। খবর পেয়ে র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে সালিশ বৈঠকের মধ্য থেকে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নলছিটি থানায় তাকে সোপর্দ করা হয়। 

নলছিটি থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, দুটি মামলায় তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। র‌্যাব তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। রোববার (১৯ জুলাই) সকালে তাকে আদালতে পাঠানো হবে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি