ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে করোনায় প্রথম মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ১৮ জুলাই ২০২০

জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে বগুড়ার বেসরকারি টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি তিনি। জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম মামুনুর রশিদ সরদার (৭২)। তিনি কালাই উপজেলা সদরের বাসিন্দা ও পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান,মামুনুর রশিদ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার সকালের দিকে বগুড়ার বেসরকারি টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওইদিনই তাঁর নমুনা সংগ্রহ করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

সিভিল সার্জন বলেন, মৃত মামুনুর রশিদের নমুনার ফল পজিটিভ এসেছে। তিনি জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি। 

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিক আহমেদ জেবাল বলেন, স্বাস্থ্য বিধি মেনে মামুনুর রশিদের লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি