কুলিক নদীতে গোসল করতে নেমে সেনা সদস্যের মৃত্যু
প্রকাশিত : ২০:০৫, ১৮ জুলাই ২০২০ | আপডেট: ২০:১০, ১৮ জুলাই ২০২০
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে বেল্লাল পারভেজ ওরফে আশিক রানা (২০) নামে এক সেনা সদস্য নদীতে ডুবে মারা গেছে। শনিবার দুপুরে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়ি (শালবাড়ী ভান্ডারা) গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফার ছেলে আশিক রানা ১৯, বেঙ্গল,রেজিমেন্ট ঢাকা, সভার ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। গত ২ জুলাই তিনি ৪৫ দিনের ছুটিতে বাড়িতে আসেন।
শনিবার দুপুর ১টার দিকে আশিক রানা কয়েকবন্ধু মিলে বাড়ির পাশে রানীশংকৈল পৗর শহরের ভান্ডারা অমর স্কুল সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে নামেন এবং এক পর্যায়ে সে পানির স্রোতে ডুবে যান। সাথে সাথে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্য ও স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ১০ মিনিটে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্বার করে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ ও স্থানীয় চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেআই/
আরও পড়ুন