ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেম প্রত্যাখান করায় কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ১৮ জুলাই ২০২০ | আপডেট: ২২:১০, ১৮ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে প্রেম প্রত্যাখান করায় ঘরে ডুকে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এসময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষণের চেষ্টাকারীকে আরিফুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। 

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার দুপুরে ওই যুবককে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওইদিন বিকেলে আরিফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত আরিফুল উপজেলার রুপনারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান,জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্রীকে বেশ কিছুদিন ধরে আরিফুল প্রেমের প্রস্তাব করে আসছিল। সর্বশেষ শুক্রবার আবারও প্রেমের প্রস্তাব দেয় আরিফুল।

এসময় ওই ছাত্রী আরিফুলের প্রস্তাব প্রত্যাখান করে। আরিফুল ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ছাত্রীর ঘরে প্রবেশ কওে তাকে জোর কওে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এসময় মেয়ের চিৎকারে তার মা সহ প্রতিবেশিরা এগিয়ে এসে আরিফুলকে আটক করে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি