ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুষ্টিয়ায় করোনায় একজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ১৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার দৌলতপুরে করোনা আক্রান্ত হয়ে সুশান্ত কুমার সরকার (৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আল্লারদর্গা হলুদবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৫ জনে।

মৃত সুশান্ত কুমার সরকার ওই এলাকার মৃত ননী গোপাল সরকারের ছেলে। গত শুক্রবার (১৭ জুলাই) রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরদিন রাতেই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রে নেওয়ার আগেই সুশান্ত কুমার সরকারের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়ালো বলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়।

মৃত সুশান্ত কুমার সরকার আল্লারদর্গা বাজারে মোটরসাইকেল মেকানিক্স হিসেবে কাজ করতেন। রোববার (১৯ জুলাই) সকালে ভেড়ামারা শ্মশান ঘাটে স্বাস্থ্যবিধি মেনেই মৃতদেহের সৎকার করা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি