ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সরাইলে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল

প্রকাশিত : ১৭:৪৭, ১৯ জুলাই ২০২০

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ নামকস্থানে একটি প্রাইভেটকার ঢাকা থেকে আসার পথে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। মোটর সাইকেল আরোহী জসিম উদ্দিন খানকে (৩৪) গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে। 
 
বিশ্বরোড় খাটিহাতা হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান চৌধুরী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটি খাটিহাতা হাইওয়ে থানায় আটক করা হয়েছে।

নিহত জসিম উদ্দিন খান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আধাউর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। সে সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দুজ্জামান খাদেমের মেয়ে জামাই।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি