ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফরিদপুর ডিসির সঙ্গে ৯ ইউএনও`র কর্মসম্পাদন চুক্তি 

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৯, ১৯ জুলাই ২০২০ | আপডেট: ১৯:১৫, ১৯ জুলাই ২০২০

ফরিদপুরের জেলা প্রশাসক ও ইউএনওদের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। জেলা প্রশাসক অতুল সরকারের সাথে জেলাস্থ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ২০২০-২১ অর্থ বছরের এ চুক্তি স্বাক্ষর করেন। রোববার বেলা ১২ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি সম্মেলন কক্ষে এ স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। 

জেলা প্রশাসনের আয়োজনে জেলার ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার,ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী পূরবী গোলদার ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা চুক্তিতে স্বাক্ষর করেন।

কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মো: মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, নেজারত ডেপুটি কালেক্টর আশিক আহমেদ, সহকারী কমিশনার তানিয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি