ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৭, ১৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মাহফুজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার  বিকেলে শহরতলীর আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহফুজুর রহমান ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসারী গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি হালসা গ্রামীণ ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে মাহফুজ তার মোটরসাইকেলে করে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে আসছিলেন। এসময় চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি