ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বেনাপোলে ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৫, ২০ জুলাই ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক'শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মোমিনকে (৪০) গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা।

রোববার (১৯ জুলাই) দুপুরে বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলা সড়কের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটক মোমিন শিবনাথপুর বারোপোতা গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে। সে বর্তমানে পুটখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

যশোর র‌্যাব-৬ এর পরিচালক ল্যাফটেন্যান্ট সরোয়ার হোসাইন জানান, বেনাপোল সীমান্তের শিবনাথপুর বারোপোতা গ্রামের কদমতলার তিন রাস্তার মোড়ে মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে অবস্থান করছে এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে এক'শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মোমিনকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, মোমিন নামে এক ইউপি সদস্যকে ফেনসিডিলসহ যশোর র‌্যাব-৬ এর একটি দল থানায় হস্তান্তর করেছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি