পাবনায় গৃহবধূকে গলা কেটে হত্যা
প্রকাশিত : ০৯:৩০, ২০ জুলাই ২০২০

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ গৃহবধূর নাম কল্পনা রানী পাল (৪০)৷
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মৃধাপাড়ায় রোববার রাত দশটা থেকে এগারো টার মধ্যে এই ঘটনা ঘটে৷ তার স্বামীর নাম নিরঞ্জন পাল ওরফে নিরু৷ সে পেশায় চা এর দোকান দার৷
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় স্বামী নিরঞ্জন পাল নিরু বাড়িতে ছিলেন না। তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার চায়ের দোকান আছে৷ রাত সাড়ে এগারোটার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরে দেখেন ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ পড়ে আছে । এই দৃশ্য দেখে চিৎকার শুরু করলে আশপাশ থেকে গ্রামের লোক ছুটে এসে হতবাক হয়ে যায়৷ পরে খবর দেয় থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কারা, কী কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নিহত গৃহবধূর দুই ছেলে রয়েছে। তবে তারা বাড়িতে থাকেন না।
এমবি//