ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নড়াইলে সাংবাদিকদের ঈদ উপহার দিলেন দুদক কমিশনার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ২০ জুলাই ২০২০

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) এফ এম আমিনুল ইসলামের পক্ষ থেকে নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে। 

সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের ৪০ সদস্যদের মাঝে ঈদের নতুন পোশাক দেয়া হয়। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু ও দুদক কমিশনারের স্বজন ফারুক আহম্মেদ সাংবাদিকদের হাতে এ উপহার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি নইমুর রহমান ফিরোজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদ, প্রথম আলোর সাংবাদিক কার্তিক দাস, নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক হাফিজুর রহমান, সাংবাদিক গুলশান আরা, মাছরাঙা টিভির সাংবাদিক মীর্জা নজরুল ইসলাম, আরটিভির সাংবাদিক সুজয় বকসী, একুশে টিভির সাংবাদিক ফরহাদ খান, মোহনা টিভির সাংবাদিক হাফিজুল নিলু, প্রতিদিনের সংবাদের সাংবাদিক লুৎফুল আলম সজলসহ অন্যরা।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি