ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বন্যা পরিস্থিতি যেসব জেলায় স্থিতিশীল থাকতে পারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ২০ জুলাই ২০২০

আবহাওয়ার খবরে জানানো হয়েছে, দেশের বন্যা পরিস্থিতি ৯টি জেলায় স্থিতিশীল থাকতে পারে এবং ৮টি জেলায় সামান্য উন্নতি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলায় বন্যা স্থিতিশীল থাকতে পারে। এছাড়া নাটোর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ি, শরিয়তপুর ও ঢাকা জেলার নিম্নঞ্চলে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে।

এছাড়া ঢাকা জেলার আশেপাশের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে কুশিয়ারা ব্যতীত দেশের সকল নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক আবহাওয়া মডেলের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের হিমালয় পাদ দেশীয় পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

ফলে এ সময় ব্রহ্মপুত্র, যমুনা, উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা এবং উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।

সারাদেশে পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬৫টির, হ্রাস পেয়েছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। অন্যদিকে বিপদসীমার উপরে রয়েছে ২৪টির।

গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৯০ মিমি, চিলমারীতে ১৪০ মিমি, নরসিংদীতে ১১১ মিমি, টাঙ্গাইলে ১০৮ মিমি, ভৈরববাজারে ১০৭ মিমি, দিনাজপুরে ১০৫ মিমি, ঢাকায় ১০১ মিমি, রাজশাহীতে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। খবর : বাসস

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি