ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

নওগাঁয় ইয়াবা-ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৮, ২০ জুলাই ২০২০

নওগাঁয় ৪৫০ পিচ ইয়াবা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাতে সদর উপজেলার হাপানিয়া বাজার, মান্দার ফেরিঘাট ও ধামইরহাটের খয়েরবাড়ী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, নওগাাঁ সদর উপজেলার কালুপাড়া গ্রামের বাসিন্দা ইউসুব আলী (৩০), চকতারতা গ্রামের মোশারফ হোসেন (৫০), শেখপুরা পশ্চিমপাড়া গ্রামের রুস্তম আলী (৪০), রজাকপুর মধ্যেপাড়া গ্রামের আসাদুজ্জামান (৪২),ধামইরহাট উপজেলার খয়েরবাড়ি গ্রামের মেহেদী হাসান (১৯) ও জয়পুরহাট সদর উপজেলার সর্দারপাড়া গ্রামের আরিফুল ইসলাম (২০)। 

সোমবার দুপুরে ডিবি পুলিশ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশে রোববার রাত সাড়ে ১০টার দিকে  পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় সদর উপজেলা হাপানিয়া বাজার এলাকায় ইউসুব আলী ও মোশারফ হোসেন কাছ থেকে ৫০ পিছ ইয়াবা, মান্দা উপজেলার ফিরিঘাট এলাকায় রুস্তম আলী ও আসাদুজ্জামানের কাছ থেকে ৪০০ পিছ ইয়াবা এবং ধামইরহাট উপজেলার খয়েরবাড়ী ব্রিজ থেকে মেহেদী ও আরিফুল ইসলামের কাছ থেকে ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংঘঠিত এলাকার থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং ওইদিন বিকেলে তাদেও জেল হাজতে পাঠানো হয়েছে। 

উদ্ধারকৃত ইয়াবা ও ফেন্সিডিলের মূল্যে ২ লাখ ১৫ হাজার বলে জানিয়েছেন স্থানীয পুলিশ কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন,ডিবির ওসি সামসুদ্দিন, সদর মডেল থানার ওসি সোহরাওয়ীর্দি হোসেনসহ পুলিশের অন্যান্যে কর্মকতারা উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি