ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ২০ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৪৩, ২০ জুলাই ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪ জনসহ চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত এক ব্যক্তিসহ দুইজন,উপসর্গে আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়। শনিবার দুপুর থেকে রোববার সকাল পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম বলেন, সুরুজ মিয়া (৮৫) নামে এক বৃদ্ধ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করোনা ইউনিটের আইসিইউতে মারা যান। তিনি জেলার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আবুল কালাম (৫৫), কুমিল্লা নগরীর কালিয়াজুরী পারভীন আক্তার (৫০) এবং লাকসাম উপজেলার রোশন আরা (৪০)।

এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩৬ জন। এর মধ্যে অধিকাংশ করোনার উপসর্গ নিয়ে মারা গেছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি