ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৬, ২০ জুলাই ২০২০

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব এবিএম সারোয়ার ই আলম জীবনের পিতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আকবর হোসেন প্রমুখ।

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির মাধ্যমে অক্সিজেন কনটিনজার, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক এর সামগ্রি সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাস মোকাবেলায় মূল সংগঠনের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির মাধ্যমে সারাদেশে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি