ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মন্ডল করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০১, ২০ জুলাই ২০২০ | আপডেট: ২১:১৪, ২০ জুলাই ২০২০

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী, এনায়েতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল করোনা আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে কোন রকম উপসর্গ নেই বলে জানিয়েছেন এই সাংসদ।  

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সোমবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে একটি পোষ্ট দিয়ে করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া করোনার বিস্তার ঠেকাতে সবাইকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের কাছে আহবান জানিয়েছেন।  

এব্যাপারে তার ব্যক্তিগত সহকারী সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন জানান, হঠাৎ তিনি করোনার নমুনা পরীক্ষা করালে পজিটিভ আসে। এরপর থেকেই তিনি ডাক্তারের পরামর্শ নিয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শরীরে করোনার বিশেষ কোন উপসর্গ নেই বলে জানান। 

কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি