ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৭, ২০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার আমিনপুরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রউফ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে আমিনপুর গ্রামের পুকুর থেকে প্রতিবেশিরা তার মরদেহ উদ্ধার করে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ওই বৃদ্ধ ঘর থেকে সাবান ও গামছা নিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। পানিতে নেমে কোন এক সময় তিনি ডুবে যান। প্রায় দেড় ঘন্টা পর বাড়ির লোকজন তাকে কোথাও না পেয়ে খুঁজতে এসে সাবান ও গামছা দেখে তাদের সন্দেহ হয়। 

এসময় এক প্রতিবেশি পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি করে তার অবস্থান জানতে পারে। পরে কয়েকজনের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই বৃদ্ধের ছেলে জানান, সাঁতার জানা সত্বেও তার বাবা পানিতে ডুবে যান। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেআই/  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি