ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরের প্রবীন সাংবাদিক পিপলু করোনা আক্রান্ত

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ০০:২৫, ২১ জুলাই ২০২০

নাটোরে করোনায় আক্রান্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নবীউর রহমান পিপলু। সোমবার রাত ১০টায় জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

সাংবাদিক নবীউর রহমান পিপলু একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি, পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব প্রতিবেদক এবং নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, গত ১৫ জুলাই জ্বরে আক্রান্ত হওয়ার পর তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে তার করোনা পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে। তিনি নমুনা দেয়ার পর থেকে হোম আইসোলেশনে রয়েছেন। তার করোনা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন সাংবাদিক নবীউর রহমান পিপলু। তিনি বলেন, তার বর্তমানে জ্বর ও কাশি রয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি