ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফের বিপদসীমার উপরে তিস্তার পানি, তৃতীয় দফা বন্যার আশঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ২১ জুলাই ২০২০

তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে লালমনিরহাটে তৃতীয় দফা বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

প্রবল বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আবারও বন্যার শঙ্কা নিয়ে চিন্তায় পড়েছে তিস্তাপাড়ের লাখো মানুষ। 

গত জুনে প্রথম দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে পরের মাসে ব্যাপক বন্যার কবলে পড়ে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের জেলাগুলো। যার ক্ষয়ক্ষতি থেকে এখনও রেহাই মিলেনি বানভাসিদের। 

এর মধ্যেই তৃতীয় দফা বন্যার সতর্কতা বেশ দুশ্চিন্তায় ফেলেছে তাদের। এখনও পূর্বের বন্যায় অনেকেই ঘরে ফিরতে পারেননি, রয়েছে খাদ্য সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ও গো-খাদ্যের চরম অভাব। 

নতুন করে বন্যার আশঙ্কায় চরের অনেক মানুষদের মঙ্গলবার সকাল থেকে বাড়িঘর ছেড়ে নিরাপদে ছুটতে দেখা গেছে। 

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি