ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জালিয়াতি করে ভিজিএফের চাল উত্তোলন, যুবকের কারাদণ্ড 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৮, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

জয়পুরহাটের আক্কেলপুরে জালিয়াতি করে ছয় সুবিধাভোগীর স্লিপ নিয়ে ভিজিএফের চাল উত্তোলন করতে গিয়ে ধরা পড়েছেন  এক যুবক। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সাগর হোসেন (২৫) ওই উপজেলার চকবিজলী গ্রামের মোসলেম আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে সোনামুখী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই ইউনিয়নের ভিজিএফ সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। সাগর একাই ছয় সুবিধাভোগীর নামের স্লিপ নিয়ে চাল উত্তোলন করতে ইউপি কার্যালয়ে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে  ঘটনাটি জানান। পরে ইউএনও ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেন ওই যুবক। পরে ইউএনও এস এম হাবিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জানতে চাইলে আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন,  ‘সাগর হোসেন একাই ছয় সুবিধাভোগীর নামের স্লিপ নিয়ে ভিজিএফের চাল উত্তোলনের চেষ্টা করেছিলেন। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে শাস্তি দেয়া হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি