ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৬, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, গুয়াখোলা গ্রামের সমির বৈরাগী তার সাত বছরের ছেলে অরিন এবং ভাগ্নে রামকে নিয়ে মৎস্যঘেরে নৌকায় চড়ে জাল দিয়ে মাছ ধরছিলেন। এক পর্যায়ে নৌকা থেকে শিশু দুটি পানিতে পড়ে যায়। তবে সমির বৈরাগী বেশ কিছুক্ষণ পর তার ছেলে ও ভাগ্নের নৌকা থেকে পড়ে যাওয়ার ঘটনাটি টের পান। এরপর ঘের থেকে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি