ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে খালে বাস, নিখোঁজ ২১ (ভিডিও)

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ২১ জুলাই ২০২০ | আপডেট: ১৩:৪৩, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় ২৫ যাত্রী নিয়ে একটি বাস খালে পড়ে গেছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২১ যাত্রী। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।

ফায়ার সাভিসের উপ পরিচালক শফিকুল ইসলাম একুশে টেলিভিশনকে জানান, এখন পর্যন্ত কোন লাশ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

এছাড়া ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা জানান, করোনার কারণে বাসটির গেট লক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেননি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি