শার্শায় ২ জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত
প্রকাশিত : ১৬:৫০, ২১ জুলাই ২০২০
যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর (৭২) করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে আক্রান্ত হন উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০)।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে মঙ্গলবার সকালে তাদের আক্রান্তের রিপোর্ট আসে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন এবং ওই সব বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান ডাক্তার ইউসুফ আলী।
কেআই/
আরও পড়ুন