ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে ভেটিরিনারি সার্জনসহ আক্রান্ত আরও ৬

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে নতুন করে উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটিরিনারি সার্জন ডা. রতন কুমার, তার স্ত্রী ও ইউএনওর গাড়ি চালকসহ ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। তবে, ৯ জনই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তথ্য জানানো হয়।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ জানান, ‘করোনার উপসর্গ থাকায় গত ১৮ জুলাই (শনিবার) ৩৫ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। গতকাল সোমবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে ৬ জনের করোনা শনাক্ত হয়।’

তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটিরিনারি সার্জন ডা. রতন কুমার ও তার স্ত্রী সুষ্মিতা, ইউএনওর গাড়ি চালক আকবর হোসেন, দুজন গৃহিণী ও একজন ছাত্র রয়েছেন। তবে সকলের অবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক।’ 

আক্রান্তরা নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন বলেও জানান এই মেডিকেল অফিসার। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি