ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিল সেনা কল্যাণ সংস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ২১ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দেয়া কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে কার্যক্রমের শুরু করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান। 

এতে ডাল, তেল, সুজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ। 

তিন দিনব্যাপী এই কার্যক্রমের আওতায় এক হাজার পরিবারের কাছে এই ঈদ উপহার পৌঁছে দেয়া হবে।  

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি