ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গৌরচন্দ্র বিশ্বাস (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গৌরচন্দ্র বিশ্বাস আলমডাঙ্গা উপজেলার রথতলা এলাকার জতিশচন্দ্র বিশ্বাসের ছেলে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শামীম কবির জানান, গতকাল সোমবার জ্বর, ঠান্ডা-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয় গৌরচন্দ্র। অসুস্থতার ধরন দেখে তাকে হাসপাতালের করোনা আইসোলেশনে ভর্তি রাখা হয়। এরপর মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। গতকাল তার শরীরের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি