ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে ৯০০ পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিল ইপসা

এম হেদায়েত, সীতাকুণ্ড 

প্রকাশিত : ২২:৩৮, ২১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে সীতাকুণ্ডে ৯০০ পরিবারকে খাদ্য উপহার দিল ইপসা। উপজেলার ৩টি ইউনিয়নে কর্মহীন এসব পরিবারের মাঝে ৩২ কেজি করে খাদ্য বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা ১২টার সময় বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ডে কর্মহীন প্রায় ৫’শ মানুষকে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। 

মঙ্গলবার দুপুর ১২টায় বাঁশবাড়িয়ায় খাদ্য বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। দুপুর ২টায় বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদে খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাড়বকুণ্ডে চেয়ারম্যান মো. ছাদাকাত উল্লাহ মিয়াজী। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইপসার সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন, মো. শামীম, সঞ্জয় চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য,গত ১৯ জুলাই কুমিরা ইউনিয়ন পরিষদে ৪০০ কর্মহীন পরিবারকে খাদ্য সমগ্রি বিতরণ করা হয়।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি