ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

খুলনায় ৪ খুনের ঘটনায় ওসি শফিকুলকে বদলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২৭, ২২ জুলাই ২০২০

খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে জাকারিয়া বাহিনীর গুলিতে তিন গ্রামবাসী ও ক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনিতে জাকারিয়া বাহিনীর এক সদস্যসহ চারজন নিহতের ঘটনায় খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে সোয়াতে বদলি করা হয়েছে। 

এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

উপ-কমিশনার কানাই লাল সরকার জানান, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে মঙ্গলবার সোয়াতে বদলি করা হয়েছে।

এছাড়া চার খুনের আগে-পরের ঘটনা সংক্রান্ত সার্বিক বিষয়ে অনুসন্ধানের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি