ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শেরপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৭, ২২ জুলাই ২০২০

শেরপুরের নকলার বাণের্শ্বদ্দী ইউনিয়েন বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আব্দুস সোবাহান ওরফে ভূষি মিয়া (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন সাপের কামড় খেয়ে চিকিৎসা নিচ্ছেন। 

নিহত আব্দুস সোবাহান ওরফে ভূষি মিয়া (৫২) বাউশা গ্রামের মৃত নছিম উদ্দীন এবং জামাল মিয়া (৫০) একই গ্রামের হুরমুজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানি বৃদ্ধির ফলে মঙ্গলবার আনুমানিক রাত ১২ টায় ওই দুইজন মিলে বাউশা বিলে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে পানিতে নামে। ওইসময় সোবাহানের পিঠে বিষধর সাপে কামড় দিলে সে পাশে থাকা তার সাথী জামাল মিয়াকে ডাক দিলে সেও জানায় তার হাতেও সাপে কামড় দিয়েছে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে আব্দুস সোবাহানকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত জামাল মিয়া একই হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে।

এব্যাপারে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি