ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিানিধি

প্রকাশিত : ১৩:৫৬, ২২ জুলাই ২০২০

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামি আবুল কাশেম কাসু (৫৭) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃত কাসু শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে।

সিরাজগঞ্জ জেল সুপার আল মামুন জানান, ‘আবুল কাশেম বুধবার ভোরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরে তিনি মারা যান।’

তিনি জানান, ‘মৃত আবুল কাশেম হত্যা মামলা আসামি ছিলেন। তার হাজতি নাম্বার ১৫৩২/১৮, শাহজাদপুর থানার মামলা নম্বর-১৫/১৮, আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এ ব্যাপারে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল আহমেদ জানান, ‘বুধবার ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর শ্বাসকষ্ট ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই ব্যক্তি।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি