ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:০৫, ২২ জুলাই ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আরামডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাশেদুল ইসলাম (২৫) ওই গ্রামের ওহাব শেখের ছেলে । 

এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে রাশেদুল মাছ ধরতে বাড়ি থেকে বের হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। রাতে বাড়িতে না আসায় আজ সকালে গ্রামের মাঠে তার মরদেহ দেখতে পাই কৃষকরা। খবর পেয়ে পুলিশ রাশেদুলের মরদেহ উদ্ধার করে। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘নিহত রাশেদুলের শরীরের ডান পাশে বজ্রপাতে ঝলসে গেছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’


এআই//এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি