ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় করোনায় ৪ জনের মৃত্যু 

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ২২ জুলাই ২০২০

বগুড়ায় করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে ৮৫ জনের মৃত্যু হলো। 

আজ বুধবার দুপুরে জেলার সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

মৃতরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার চাঁপাপুর ধুপকুন্দি গ্রামের বাসিন্দা মনসুর রহমান (৫৫), কাশিমপুর এলাকার আব্দুস সাত্তার (৬৫), বগুড়া জেলার কাহালু উপজেলা বাজার এলাকার নাঈমা আফরোজ (৬৫) ও শেরপুর সদর এলাকার জিন্না আলী (৬০)। এদের মধ্যে জিন্না আলী টিএমএসএস হাসপাতালে এবং বাকিরা শজিমেকে মারা যান। 

এদিকে, জেলায় নতুন করে ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৪ জন পুরুষ, নারী ১৬ জন ও শিশু ৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে। 

আক্রান্তদের মধ্যে সুস্থতা লাভ করেছেন ২ হাজার ৩১১ জন। বর্তমানে ১ হাজার ৮৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। 

এআই//এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি