ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ২২ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৪৪, ২২ জুলাই ২০২০

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রাশেদুজ্জামান তন্ময় (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে উপজেলার বহলবাড়িয়া নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য কুষ্টিয়া রেলওয়ে সার্কেলে কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, মোটরসাইকেল যোগে রাশেদুজ্জামান তন্ময় কুষ্টিয়া যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে হাইওয়ে ও মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করায় যায়নি।
নিহত রাশেদুজ্জামান তন্ময় দৌলতপুর উপজেলার রিফাইতপুর এলাকার মনিরুজ্জামানের ছেলে।
কেআই/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি