ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৯, ২২ জুলাই ২০২০

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং করোনার দোহায় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সাংবাদিকদের ছাঁটাই করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন স্কান্দার কচি মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আকাশ মোহাম্মদ জসিম। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ্ এমরান মোহাম্মদ ওসমান সুজন, নাছির উদ্দিন বাদল, জামাল হোসেন বিষাদ,আবু নাছের মঞ্জু,আসাদুজ্জামান কাজলসহ অনেকে। 

বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবী জানান। এ ছাড়া নোয়াখালী প্রেসক্লাবের দীর্ঘদিন পর্যন্ত কোনো কমিটি না থাকাসহ ক্লাবের নানা সমস্যা নিয়েও আলোচনা করেন। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি