ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শেরপুরে স্যামসাং পণ্যের শো-রুম উদ্বোধন

শেরপুর প্রতিনিধি :

প্রকাশিত : ২০:৩২, ২২ জুলাই ২০২০

শেরপুরে শহরের প্রাণকেন্দ্র চকবাজার ফরিদ মার্কেটে স্যামসাং পণ্যের শো-রুম উদ্বোধন করা হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এসময় ব্যবসায়ী নেতা ফখরুল মজিদ খোকন, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, মার্কেটের স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। শো-রুমের দায়ীত্বে থাকা ইমরান জানান, জাপান প্রবাসী ব্যবসায়ী সুজন মেহেদী স্যামসাং পণ্যের এ শো-রুমটি চালু করেন। এ শো-রুমের পাশের শাওমি মোবাইলের শো-রুমটিও এই একই মালিকের। সুজন ট্রেডার্স নামে এ শো-রুমে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল, ফ্রিজ, টিভি, কম্পিউটার সহ সকল ধরনের পণ্য ও এক্সেসরিজ নগদ ও সহজ কিস্তিতে বিক্রী করা হবে। 

উদ্বোধনকালে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, বিশ্ববিখ্যাত স্যামসাং ব্র্য্যান্ডের পণ্যের এ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটি স্থানীয় ভোক্তাদের মানসম্পন্ন পণ্যপ্রাপ্তি নিশ্চিত করার পাশপাশি ক্রেতা-ভোক্তা সন্তুষ্টি অর্জনেও সক্ষম হবে বলে মনে করি। ক্রেতারা যাতে পণ্য কিনে প্রতারণা ও হয়রানির শিকার না হয় সেদিকে সুদৃষ্টি রাখার আহ্বান জানান। 

এদিকে উদ্বোধনের দিন এক গ্রাহককে প্রথম পণ্য ক্রয় করায় তার হাতে গিফট তুলে দেন নারী উদ্যেক্তা আইরিন পারভিন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি