ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ২৩:১৮, ২২ জুলাই ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ৭৯ বোতল স্কফ সিরাপ, ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) সদস্যরা।
বুধবার সকালে জেলার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. ওলিউল্লাহ-(৩০) এবং বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মো. জিসান-(১৯)।
বিজিবির সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিজিবির সদস্যরা কসবা উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ওলিউল্লাহকে গ্রেফতার করে। এ সময় ১টি মোবাইল ফোন ও ১টি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়। এছাড়া পৃথক অভিযানে আখাউড়া উপজেলার বাইপাস এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. জিসানকে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা এবং ৭৯ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এসব ঘটনায় কসবা, আখাউড়া ও বিজয়নগর থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
কেআই/
আরও পড়ুন