জমি নিয়ে বিরোধ: বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আহত ৫
প্রকাশিত : ১১:৪৪, ২৩ জুলাই ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জালালপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মাহমুদ সাথে তার ছোট ভাই মো. আলী, তোফাজ্জল ও নূর হোসেনের দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ছোট ভাই মো. আলী, তোফাজ্জল ও নূর হোসেনের নেতৃত্বে চাচাতো ভাই শফিকুল ইসলাম, রফু মিয়া, তাফাজ্জুল হোসেন, চাচাতো ভাইয়ের স্ত্রী জানু বেগম ও আরজুদা বেগম দেশিয় অস্ত্র নিয়ে মাহমুদ হোসেনের বাড়িতে হামলা চালায়।
এতে ধারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী খোদেজা বেগম, ছেলে মো. নজরুল ইসলাম, ভাবি হেপী আক্তার ও মা আনছনা বেগম আহত হয়। এ সময় বাড়িঘরে ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করা হয়।
মামলার বাদী মাহমুদ হোসেন জানান, 'তার তিন ছোট ভাই দীর্ঘদিন ধরে তার ও মায়ের জায়গা অবৈধভাবে জবর দখল করে নিতে পায়তারা করে আসছে। এর প্রতিবাদ করায় তারা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরের সবাইকে আহত করে এবং ভাংচুর-লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা ৩ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৪০ টাকার লুট করে নিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।'
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
এআই/এমবি
আরও পড়ুন