ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে একইরাতে ৯ বাড়িতে চুরি, লাখ টাকার মালামাল লুট

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা 

প্রকাশিত : ১৪:২৩, ২৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে একইরাতে ৯টি বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকাসহ মোবাইলফোন, স্বর্ণালঙ্কার ও কয়েক লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল লুট করা হয়।

বুধবার (২২ জুলাই) রাতে উপজেলার ধানদী গ্রামের জালাল তালুকদার, ফারুক মৃধা, নুরুল ইসলাম বাবুর্চি, কামাল সার্ভেয়ার, নুরুল হক হাওলাদার, হারুন হাওলাদার, মুজাম্মেল হাওলাদার ও ছোবহান হাওলাদারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ধানদী বাজারের কয়েকজন দোকানি জানান, ‘আজ বৃহস্পতিবার সকালে ধানদী বাহাদুরপুর সরকারি প্রাইমারি স্কুলের রাস্তায় চুরি যাওয়া স্বার্ণালঙ্কারের বক্স ও কাপড়-চোপড় পড়ে থাকতে দেখা যায়। সম্প্রতি এসব এলাকায় অহরহ চুরির ঘটনা ঘটলেও তা রোধে কারোই কোন উদ্যোগ নেই।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি