ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ভটভটি চাপায় যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ২৩ জুলাই ২০২০

নওগাঁর পোরশার ভটভটি চাপায় ফাইম হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বড়গ্রাম বাজারে কাশেমের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইম জেলার নিয়ামতপুর উপজেলার বেলহট্টি গ্রামের মৃত গণির ছেলে।

স্থানীয়রা জানান, ফাইম সার কেনার জন্য বড়গ্রাম বাজারে কাশেমের দোকানের সামনে বসেছিলেন। এ সময় ধান বোঝাই একটি ভটভটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানটির সামনে উল্টে যায়। সেখানে বসে থাকা ফাইম ভটভটির নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ভটভটির চালক পলাতক রয়েছেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি